বৃহস্পতিবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

হোমনায় রান্না করার জন্য শুকনো পাতা কুড়ানোর সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু 

হোমনায় রান্না করার জন্য শুকনো পাতা কুড়ানোর সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু 
হোমনা (কুমিল্লা)সংবাদদাতা:  হোমনায় রান্না করার জন্য শুকনো পাতা কুড়ানোর সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যশদা রানী দাস  (৬২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যার আগে হোমনা-গৌরিপুর সড়কের ইব্রাহিম শাহ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যশদা রানী উপজেলার ছয়ফুল্লাকান্দি দাস পাড়ার প্রয়াত লবা চন্দ্র দাসের স্ত্রী। এ ব্যাপারে নিহতের মেয়ে মিনা বালা বাদী হয়ে হোমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা গেছে, হোমনা- গৌরিপুর আঞ্চলিক মহাসড়কের ইব্রাহিম শাহ মাজারের দক্ষিন পাশের পাকা রাস্তার পশ্চিম পাশে
গতকাল সন্ধ্যার আগে নিহত যশদা রানী রান্নার জন্য গাছের শুকনো পাতা সংগ্রহ করছিলেন। এ সময়
ঢাকা মেট্টো ট-১৮-২৬৩৭ ট্রাকটি গৌরিপুর থেকে হোমনার দিকে আসার পথে যশদা রাণী দাসকে পেছন থেকে স্ব-জোরে ধাক্কা দিলে সে রাস্তার উপর পড়ে যায়।এ সময় ট্রাক গাড়ীটি তাকে রাস্তার সাথে পিষে তার দেহটি খন্ড-বিখন্ড করে দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ট্রাকের চালক তাৎক্ষনিক ট্রাকটি রেখে পালিয়ে যায়।
 হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. জাবেদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।  চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। নিহতের মেয়ে মিনা বালা বাদী হয়ে হোমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন