আদমদীঘিতে পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মহান বিজয় দিবস উপলে পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের বন্ধু আড্ডার আয়োজনে পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়। বিশিষ্ট সমাজ সেবক বেলাল মল্লিকের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য মারুফ-উল-হাসান শিপলুের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সান্তাহার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাহার হোসেন পিন্টু। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার প্রেস কাবে নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাগর খান, আনিছুর রহমান, ফারুক হোসেন, ইসলাম খান, মুক্তার মল্লিক, বন্ধু আড্ডার সদস্য সৌরভ খান, উৎসব, শাকিল, সাজু, মশিউর প্রমুখ। আলোচনা সভা শেষে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।