বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সদ্য সংবাদ:

পাঁচবিবিতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

পাঁচবিবিতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে, র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বর্ণাঢ্য আয়োজনে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয়তাবাদী ছাত্রদলের-৪৬’তম প্রতিষ্ঠার বার্ষিকী উদযাপন করা হয়েছে। শিক্ষা ঐক্য প্রগতি ছাত্রদলের এই তিন মূলনীতি কে ধারণ করে পাঁচবিবি উপজেলা, পৌর ও কলেজ শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার বিকালে গোহাটা থেকে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গোয়াটা ময়দানে মুক্ত মঞ্চে উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ফয়সাল হোসেন আপেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মাসুদ রানা প্রধান। অতিথির বক্তব্য রাখেন,পাঁচবিবি থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক অধ্যক্ষ আবুল হাসনাত মন্ডল হেলাল, যুগ্ন-আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, থানা ছাত্রদলের সদস্য সচিব এস এম নাহিদ হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কন্ঠশিল্পী মমিনুল ইসলাম মিঠু, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক রাবি্বউল ইসলাম ইসলাম রকি, মহীপুর কলেজ ছাত্রদলের আহবায়ক ইমানুর রহমান, সদস্য সচিব মাহিম ফেরদৌস সৌহার্দ্য ও যুগ্ন-আহবায়ক মোঃ আল-ইমরান মন্ডল। এছাড়া একাধিক সাবেক ছাত্রনেতা সভায় বক্তব্য রাখেন। শেষে দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পিবৃন্দরা।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন