দিনাজপুর সেক্টর সদর দপ্তর এর আয়োজনে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র
দিনাজপুর প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ সেক্টর সদর দপ্তর দিনাজপুর এর আয়োজনে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
১৪ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০ টায় দিনাজপুর সদর সেক্টর মাঠে ১০০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক পিএসসি। এসময় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক পিএসসি বলেন সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যে কোন দূর্যোগ মোকাবেলায় সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচন্ড শীতে অসহায় মানুষ কষ্ট পাচ্ছে । যার ফলশ্রুতিতে সারাদেশে অসহায় ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিজিবির পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় দিনাজপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর তানিম হাসান খান এসপিপি, পিএসসি, সহ দিনাজপুর সেক্টর সদর দপ্তরে কর্মরত জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সদস্যগণ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।