শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

উলিপু‌রে স্কুল প্রতি‌যো‌গিতা অনু‌ষ্ঠিত

উলিপু‌রে স্কুল প্রতি‌যো‌গিতা অনু‌ষ্ঠিত
উলিপুর( কুড়িগ্রাম) প্রতিনিধি
একমাত্র সচেতনতাই পারে দুর্নীতি প্রতিরোধ করতে’ এ স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে স্কুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২৪ মে) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও  দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়
এ সময় প্রধান অতিথি ছি‌লেন কু‌ড়িগ্রাম দুদ‌কের উপপরিচালক রাউফুল ইসলাম।
এ ছাড়াও সা‌বেক মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার আবুল হো‌সেন, উপ‌জ‌েলা মাধ্যমিক অফিসার তা‌রিকুল ইসলাম, উপ‌জেলা দুর্নী‌তি প্রতি‌রোধ ক‌মি‌টির সাধারণ সম্পাদক ফিরোজ আলম, সদস‌্য নু‌রে আলম সি‌দ্দিকী প্রমুখ উপস্থিত ছি‌লেন।
প্রতি‌‌যো‌গিতায় অংশগ্রহণ ক‌রেন উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ‌্যান্ড ক‌লেজ, উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয় ও ধরনিবাড়ী লতিফ রাজিয়া মাদরাসা।
 এর ম‌ধ্যে প্রথম স্থান অ‌ধিকার ক‌রে উলিপুর সরকারি বা‌লিকা উচ্চ বিদ‌্যালয়। শ্রেষ্ঠ বক্তা উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তাস‌নিয়া তাহ‌সিন নির্বা‌চিত হন
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন