মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

দুদকেরও দুর্নীতি রয়েছে, আপনারা ধরিয়ে দিন…. লালমনিরহাটে দুদক চেয়ারম্যান

দুদকেরও দুর্নীতি রয়েছে, আপনারা ধরিয়ে দিন…. লালমনিরহাটে দুদক চেয়ারম্যান
লালমনিরহাট  সংবাদদাতা।।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘দুদকেরও বদনাম রয়েছে। আপনারা সেটি ধরিয়ে দেবেন আমরা ব্যবস্থা নেব।
সোমবার ২১ এপ্রিল ২০২৫ ইং তারিখ সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে দুদকের গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান বলেন, ‘শতভাগ লোক বলে দুর্নীতি চাই না, তাহলে দুর্নীতি কীভাবে হয়? ২/১জন লোকের কারণে দুর্নীতি হয়। দশমিক শূন্য শূন্য শতাংশের কয়েকজন দুর্নীতি চান বা দুর্নীতি করেন। অনেক কর্মকর্তা সৎ, কিন্তু কাজ করেন না। এটিও কাম্য নয়।
গত ৫ আগস্টের পরবর্তী ড. ইউনুসের সরকার দুর্নীতিমুক্ত সরকার। আগে তো প্রধানমন্ত্রীর কার্যালয়েও ঘুষ দিতে হতো। দুর্নীতিমুক্ত দেশ গড়তে আমরা আপনাদের সহযোগিতা চাই।
সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এই স্লোগানে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের আয়োজনে ও লালমনিরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণশুনানিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়া মুহাম্মদ আলী আকবর আজিজী। এতে আরও বক্তব্য রাখেন- দুদকের রংপুর বিভাগীয় পরিচালক মোঃতারিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃতরিকুল ইসলাম,দুদকের মহাপরিচালক আকতার হোসেন।
দুদকের এ গণশুনানিতে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০৬টি অভিযোগ জমা পড়েছে এবং গণশুনানি শেষে অভিযোগগুলোর নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন