ডোমারে কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ
রবিউল হক রতন, ডোমার (নীলফামারী )প্রতিনিধিঃ
“কৃষিই সমৃদ্ধি” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কম্বাইন হারভেষ্টার, রিপার, রিপার বাইন্ডার রাইস ট্রান্সপ্লন্টার,সিডার, বেড প্লান্টার, পাওয়ায় থ্রেসার, পাওয়ার স্প্রেয়ার,মেইজ শেলার, ড্রয়ার, পাওয়ার উইডার,পটেটো ডিগার, ক্যারেট ওয়াসার ৫০% উন্নয়ন সহায়তার আওতায় ভূর্তকী মূল্যে উপজেলার ২ জন কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
রবিবার ২৮ মে বিকেলে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যে সকল কৃষক পাওয়ার থ্রেসার নেওয়ায় আগ্রহী তারা আবেদন করেছে, এদের নাম ঢাকায় পাঠানো হয়েছে এর মধ্যে ২ জনের নাম এসেছে তাদের মাঝে আজকে পাওয়ার থ্রেসার মেশিন বিতরণ করা হয়েছে। এরা হচ্ছেন উপজেলার ০৭নং বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা গ্রামের কাশেম আলীর ছেলে মহির আলী। অপরজন ০৯নং সোনারায় ইউনিয়নের জামিরবাড়ী এলাকার মকছেদুর রহমানের ছেলে আল-আমিন রহমান।