বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

কলাপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন 

কলাপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন 

কলাপাড়া প্রতিনিধি ।।

“মজবুত হলে পুষ্টির ভীত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত”এ প্রতিবাদ নিয়ে পটুয়াখালীর কলাপড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছ।

 

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে ও কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায়  বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে  এ উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান  এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. মেহেদী হাসান, কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মানিকুল আলম, কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, বালিয়াতলী ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির, লালুয়া ইউপি  চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস, কলাপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজু, আহসানিয়া মিশন প্রতিনিধি কুদরত আলী বেপারী, স্বাস্থ্য পরিদর্শক মরিয়ম লাভলী  ও কলাপাড়া হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স পপিয়া সুলতানা প্রমুখ।

পুষ্টি বিষয়ে সচেতনতা  কার্যক্রমের অংশ হিসেবে কলাপাড়ায় সপ্তাহবাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্থ্য ক্লিনিকগুলোতে প্রচারণা চালানো হব।

জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী সভার শেষে  কলাপাড়া হাসপাতাল প্রাঙ্গণে এক শুভযাত্রা  বের হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন