হাকিমপুর (হিলি) পৌরসভার ৩২ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
হিলি প্রতিনিধি
নতুন কোন কর আরোপ না করে দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের ৩২ কোটি ২২ লাখ ২৫ হাজার ৬’শ ৬৪৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৬ জুন) সকাল সাড়ে ১১ টায় পৌর কার্যালয়ের হলরুমে মেয়র এম,এন, জামিল হোসেন চলন্ত এ বাজেট ঘোষণা করেন। পৌর শহরের জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক সংস্কার ও নির্মাণ, বর্জ ব্যবস্থাপনা উন্নয়নসহ জনগণের আগামীতে সেবার মান বাড়ানোর ল্েয এ বাজেট ঘোষণা করেন তিনি।
পৌর বাজেটে চলতি অর্থবছরের জন্য রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৮৪ লাখ ১৪ হাজার ৫৪৭ টাকা। বিভিন্ন সংস্থা থেকে উন্নয়ন বাবদ আয় ধরা হয়েছে ৩০ কোটি ৩৮ লাখ ১১ হাজার ১০০ টাকা। বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮৪ লাখ ১৪ হাজার ৫৪৭ টাকা। এর মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি ৩৮ লাখ ১১ হাজার ১০০ টাকা। এর আগে মেয়র জামিল হোসেন চলন্ত সুধীজনের সাথে শহর সমন্বয় কমিটির সভা করেন এবং বিভিন্ন প্রশ্নোর উত্তর দেন।
এরপর বাজেট পর্যালোচনায় সাংবাদিক ও সুধীজনদের বিভিন্ন প্রশ্নোর উত্তর দেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহীনুর রেজা শাহীন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন প্রতাপ, পৌর নির্বাহী কর্মকর্তা হরিপদ রায়,সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক,প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, থানার তদন্ত ওসি জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগ নেতা প্রভাষক আশরাফ আলী প্রধান,প্যানেল মেয়র-২ শামীম সরদার, কাউন্সিলর অলক কুমার বসাক মিন্টু, ফারুক হোসেন,কেবলা মিয়া, খোকন আলী, রতন কুমার দাস, মহিলা কাউন্সিলর সেতু আরা,চায়না ইয়াসমিনসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, সুশীলসমাজ, ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।