রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে হোমনা উপজেলা

মো.কামাল হোসেন, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
ভূমিহীন ও গৃহহীনমুক্ত হচ্ছে হোমনা উপজেলা। আজ মঙ্গলবার উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা এ তথ্য জানান। ইউএনও আরো জানান, এ পর্যন্ত বিভিন্নভাবে যাচাই বাছাই করে উপজেলার ২১৮ জন ভূমিহীন ও গৃহহীনের তালিকা চুড়ান্ত করা হয়েছে। এখন পর্যন্ত এর বাইরে উপজেলায় আর কোনো ভূমিহীন ও গৃহহীন কেউ নেই। এর মধ্যে ভূমিহীন ও গৃহহীন ২১৮ জনের মধ্যে ১৮৬ জনকে বিনামূল্যে জমিসহ ঘরসহ বুঝিয়ে দেয়া হয়েছে। বাকী ৩২ জনের জন্য ঘর নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে। আগস্টের প্রথম সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের মাঝে জমিসহ বিনামূল্যে ঘর হস্তান্তর করবেন। সেদিনই বাকী ৩২ জনকে জমিসহ বিনামূল্যে ঘর হস্তান্তর ও উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও এসিল্যান্ড ইউছুফ হাসান, পৌর মেয়র অ্যাড. মো.নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও নাছিমা আক্তার রিনা,থানার ইন্সপেক্টর তদন্ত রিপন বালা, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, শাহজাহান মোল্লা, তাইজুল ইসলাম মোল্লা প্রমুখ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন