বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

অবসরে জাতীয় দলের আরেক ক্রিকেটার

অবসরে জাতীয় দলের আরেক ক্রিকেটার

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : হঠাৎ অবসরের ঘোষণা দিলেন জাতীয় নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ। শনিবার রাতে বিদায় বলে দেন ক্রিকেটকে। এই অলরাউন্ডারকে আর দেখা যাবে না মাঠে। এক ফেসবুক স্ট্যাটাসেই সমাপ্তি ঘটলো তার ক্যারিয়ারের।

 

হাসিমুখে যে বিদায় নেননি রুমানা তা পরিষ্কার। অভিমানের অনলে পুড়েই থামিয়ে দিলেন ক্যারিয়ার। মূলত জাতীয় দলে জায়গা না পাওয়ার হতাশা থেকেই এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এক ফেসবুক পোস্টে ‘আর ক্রিকেট নয়’ বলেই থেমে গেলেন তিনি।

বিরতির কথা বলে গত মে মাসে শ্রীলঙ্কা সফরে বিশ্রাম দেয়া হয়েছিল রুমানাকে। যদিও তখন রুমানা দাবি করেছিলেন, বিশ্রামের নামে তাকে বাদ দেয়া হয়েছে। যার সত্যতা মেলে পরবর্তী সিরিজে, ডাক মেলেনি ঘরের মাঠে ভারত সিরিজেও।

 

অবশ্য একটা সময় নারী দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেম রুমানা। অধিনায়কত্বও করেছেন দীর্ঘ সময়। দেশের হয়ে ৫০ টিওয়ানডে খেলেছেন তিনি। যেখানে ৫ হাফ সেঞ্চুরিতে করেন ৯৬৩ রান। বল হাতে শিকার করেন ৫০ উইকেট। তাছাড়া ১৮ ওয়ানডেতে নেতৃত্বও দিয়েছেন তিনি।

 

আর টি-টোয়েন্টিতে ৮৪টি ম্যাচ খেলেছেন রুমানা। যেখানে এক হাফ সেঞ্চুরিতে ৮৫৪ রানের পাশাপাশি বোলিংয়ে ৭৫ উইকেট নিয়েছেন তিনি। সেই সাথে এক পঞ্জিকাবর্ষে ৩০ উইকেট নেয়ার রেকর্ড আছে তার। তবে বিগত কয়েক বছর ধরে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি রুমানা।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন