তিন ফরম্যাটেই অধিনায়ক থাকছেন সাকিব
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে সাকিব আল হাসান জানিয়েছিলেন, আসর শেষে তিনি আর অধিনায়কত্ব করবেন না। তবে আনুষ্ঠানিকভাবে এখনো বিসিবিকে কিছু বলেননি তিনি। যে কারণে বিসিবি বলছে এখনও সব ফরম্যাটের অধিনায়ক সাকিবই।
আজ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট অপরারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘এখানে আবার বিবেচনার পার্টটা আসে না। এখনও সে আমাদের অধিনায়ক। এখন আমরা শান্তকেই দিয়েছি। শান্তকে আমরা বলেছি যে সামনে দুইটা সিরিজ আছে। যেটা নিউজিল্যান্ড সিরিজ সেই সিরিজের জন্যই তাকে আমরা অধিনায়কত্ব দিয়েছি। ইমপ্যাক্ট সাকিবকে একটা লম্বা সময়ের জন্যই অধিনায়ক দেওয়া হয়েছে আপনারা জানেন। লং টাইমের মধ্যে সে এখনো আমাদের অধিনায়ক, সব ফরম্যাটের।’ ‘আমরা ধরে নিচ্ছি সাকিবই অধিনায়ক। তো এখন সামনের ফরম্যাটগুলোই সে অধিনায়ক থাকবে কি থাকবে না এরকম প্রশ্ন কিন্তু এখনো উঠেনি। আমরা জানি সে এখনো অধিনায়ক। আমরা চাই বাকিগুলোই সে অধিনায়ক থাকুক।’-যোগ করেন জালাল। সাকিব সবসময় খেলবে না, যে কারণে আরো দুইজন অধিনায়ক প্রস্তুত রাখা হচ্ছে। জালাল বলেন, ‘একটা সময় আসবে অবশ্যই সাকিব আর খেলা চালিয়ে যাবে না। হয়ত কোনো ফরম্যাট কমিয়ে দিবে। আমাদের হাতে শান্ত আছে, আমরা যাদের সম্ভাব্য অধিনায়ক বলি শান্ত আছে, মিরাজ আছে। আমাদের কাছে মনে হয়, বোর্ডের কাছে মনে হয় বাংলাদেশকে সামনে থেকে লিড করার মতো সক্ষমতা তাদের দুজনেরই আছে।’