শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ইংলিশ শিবিরে সাকিবের আঘাত

ইংলিশ শিবিরে সাকিবের আঘাত

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :  ওয়ানডে বিশ্বকাপ শুরুর তৃতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালায় ৬ উইকেটের দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করে টাইগাররা। এমন বড় জয়ের পর আজ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সাকিব আল হাসানদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ধর্মশালায় গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক। আর ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় ইংলিশরা। দুই ওপেনারের অর্ধশতকে ১৬তম ওভারেই দলীয় শতক তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।

টসে জিতে আজ বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক। বাংলাদেশের হয়ে আজ বোলিং ইনিংসের সূচনা করেন মুস্তাফিজুর রহমান। এরপর একে একে বোলিংয়ে এসেছেন তাসকিন আহমেদ, শরিফুল হোসেন, সাকিব এবং মেহেদী মিরাজ। তবে কেউই আজ সফলতার দেখা পাননি। শুরুতে একবার মুস্তাফিজুর রহমানের এক বলে কট বিহাইন্ডের আবেদন করেছিল টাইগাররা। সেটির রিভিউও নিয়েছিলেন অধিনায়ক সাকিব। তবে রিভিউতে দেখা যায় বল লেগেছে ডেভিড মালানের হাতে।

এদিকে দুই ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো এবং মালান মিলে আজ দেখেশুনেই খেলেছেন টাইগার বোলারদের। দুজন মিলে জুটি বেঁধে ব্যাটিং পাওয়ার প্লেতে স্কোরবোর্ডে তুলেন ৬১ রান। এরপর নিজের স্বভাবসুলভ ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার। একে একে দুইজনেই তুলে নেন তাদের অর্ধশতক। উইকেটের সন্ধানে থাকা বাংলাদেশকে ১৮তম ওভারে স্বস্তি এনে দেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ব্যক্তিগত ৫২ রান করে সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত ১৮ ওভারে ১ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১১৬ রান।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন