বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পাঁচবিবিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারপিট: শিশু কন্যার মৃত্যু

পাঁচবিবিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারপিট: শিশু কন্যার মৃত্যু

মোস্তাকিন হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
জয়পুরহাটের পাঁচবিবিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় শ্রাবন্তী মাহাতো (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার দহতপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের বিমল মাহাতোর মেয়ে।
পুলিশ ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, গশ (৩আগস্ট) সকালে বাড়ী পার্শ্ববর্তী জমিতে বিমল মাহাতোর মেয়ে শ্রাবন্তী মাহাতো (৮) ও সটিক মাহাতোর ছেলে দ্বীপ মাহাতো (১২) দুজনে মাছ ধরছিল। একে অপরকে কাঁদা ছোড়াছুড়ির এক পর্যায়ে দু’জনেই মারপিট করে। কাঁদতে কাঁদতে দ্বীপ মাহাতো ঘটনাটি তার বাবাকে বলে। বাবা সটিক মাহাতো শ্রাবন্তী মাহাতোর বাড়ীতে গিয়ে মারধর করলে সে গুরুত্বর আহত হন। আহত অবস্থায় শ্রাবন্তীকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান। দুদিন চিকিৎসাধীন থাকার পর শ্রাবন্তীকে তার খালার বাড়ি বীরনগর বাশপাড়া গ্রামে নিয়ে আসা হয়। রোববার সকালে তার অবস্থা ফের অবনতি হলে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যাবার পথে শ্রাবন্তী মারা যান।
পাঁচবিবি থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান হাবিব জানান,খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন