গোবিন্দগঞ্জে সাপের কামড়ে এক গৃহবধুর মৃত্যু
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাপের কামড়ে রাশেদা বেগম (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার মহিমাগঞ্জ ইউপি সদস্য মমতাজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার (৬ আগস্ট) রাতে মহিমাগঞ্জ ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। রাশেদা বেগম ওই গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী।
স্বজনরা জানান, ওই রাতে রাশেদা প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার সময় তার পায়ে বিষধর সাপ দংশন করে। বিষয়টি গুরুত্ব না দিয়ে ইঁদুর-চিকা কামড় দিয়েছে মনে করে বিছানায় শুয়ে পড়ে প্রায় একঘন্টা পর বিষের তীব্রতা অসহনীয় পর্যায়ে গেলে রাশেদা চিৎকার শুরু করে। পরে তাকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাকে সাপে কামড় দিয়েছে বলে নিশ্চিত করে চিকিৎসকরা। তাকে দ্রুত বগুড়া নেওয়ার পরামর্শ দিলে স্বজনরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে কিছুক্ষণ পর রাশেদার মৃত্যু হয়।
মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫নং ওয়ার্ডের সদস্য মমতাজ হোসেন সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সোমবার তার দাফন কাজ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।