বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে এককালিন আর্থিক অনুদান বিতরণ

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে এককালিন আর্থিক অনুদান বিতরণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে এককালিন অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কালীঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের নাট মন্দিরে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “জিটুপি” পদ্ধতিতে চা শ্রমিকদের এককালীন আর্থিক অনুদানের অর্থ বিতরণ করা হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চা শ্রমিকদের হাতে অর্থ তোলে দেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালার সভাপতিত্বে অনুদানের অর্থ বিতরণী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, জাগছড়া চা বাগান ব্যবস্থাপক নুরনবী, কালীঘাট ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক রামদয়াল গোয়ালা, কালীঘাট ইউনিয়ন পরিষদের সদস্য-নারী সদস্য ছাড়াও চা শ্রমিক নেতৃবৃন্দরা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কালীঘাট ইউনিয়নে ৭০০ জন উপকার ভোগীকে নগদ ৫ হাজার টাকা করে মোট ৩৫ লক্ষ টাকার অনুদান বিতরণ করা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন