মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

হোমনা রেহানা মজিদ মহিলা কলেজের রজত জয়ন্তী অনুষ্ঠিত

হোমনা রেহানা মজিদ মহিলা কলেজের রজত জয়ন্তী অনুষ্ঠিত

মো. কামাল হোসেন
১৯৯৯ সালের ৩১ মার্চ প্রতিষ্ঠিত হয় হোমনা, তিতাস, মেঘনাসহ এ অঞ্চলের নারী শিক্ষার উচ্চ মাধ্যমিকের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হোমনা রেহানা মজিদ মহিলা কলেজ। গত ৩০ মার্চ কলেজ প্রতিষ্ঠার রজত জয়ন্তী পূর্ণ হয়। গতকাল মঙ্গলবার রজত জয়ন্তী উপলক্ষে কলেজ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও হোমনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি, কুমিল্লা -২ (হোমনা ও মেঘনা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল মজিদ। কলেজ গভর্ণিংবডির সভাপতি ও হোমনা উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহেনা বেগমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্যে দেন হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মীর মহসিন মাসুদ রানা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.জয়নাল আবেদিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান আবুল। কলেজের প্রভাষক সুলতানা রাজিয়া আক্তারের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন, প্রভাষক একেএম শাহিন ও প্রধান শিক্ষক তপন চন্দ্র সুত্রধর প্রমুখ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন