নানা কর্মসূচীর মধ্য দিয়ে হিলিতে জাতীয় শোক দিবস পালিত
হিলি প্রতিনিধি
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে বঙ্গবন্ধু এঁর ৪৮ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
মঙ্গলবার সকাল ৮ টায় হিলি বাজারস্থ আওয়ামীলীগ কার্যালয়ে সামনে কালো পতাকা উত্তোলন এবং দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এছাড়াও দোয়া শেষ খাদ্যগুদামে বৃক্ষরোপণ করা হয়। অপরদিকে সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এরপর উপজেলা নিবার্হী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভা,পুরস্কার বিতরণ,গাছের চারা ও যুব ঋণ বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ।অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন,হাকিমপুর সার্কেলের সহকারী পুুলিশ সুপার শরিফুল ইসলাম,সহকারী কমিশনার ভূমি মোকলেদা খাতুন মীম,উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম,থানার ওসি আবু সায়েম মিয়া। এদিকে বাজারস্থ আওয়ামীলীগ কার্যালয়ে এসময় সেখানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন,সহ-সভাপতি সোহরাব হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটন,সাধারণ সম্পাদক এমদাদুল মল্লিক টগর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাহের মন্ডল, সাধারণ সম্পাদক তৌহিদ ইসলাম,পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আতাউর রহমান কাজল, পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকারসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিকেল ৪ টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে গোডাউন মোড়ে আলোচনা সভা ও ১৫’শ মোটরসাইকেল নিয়ে শোডাউন বের হবে।