বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ভারতকে একহাত নিলেন পিসিবির সাবেক চেয়ারম্যান

ভারতকে একহাত নিলেন পিসিবির সাবেক চেয়ারম্যান

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বিশ্বকাপের বাকি আর মাত্র ৪৪ দিন। কিন্তু এখনও সব জটিলতা কাটিয়ে উঠতে পারেনি আয়োজক দেশ ভারত। বিশ্বকাপের মাত্র একশ দিন আগে প্রকাশিত হয়েছিল সূচি। তাতে আবার বিপত্তি ছিল স্থানীয় পুলিশ প্রশাসনের। যার কারণে বদলাতে হয়েছে খেলার দিনক্ষণ। দুই ম্যাচ বদলের দাবি উঠলেও সমন্বয় করতে গিয়ে মোট নয়টি ম্যাচে পরিবর্তন এনেছে আইসিসি। কিন্তু এরপরেও শেষ হচ্ছেনা জটিলতা। এবার আরও একটি ম্যাচের দিনক্ষণ বদলের প্রস্তাব দিয়েছে হায়দরাবাদের পুলিশ কর্তৃপক্ষ। আর এতেই চটেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে ভারতীয় বোর্ডের তার পরামর্শ নেওয়া উচিত ছিল বলে টুইট করেছেন তিনি। চলতি বছরের জুন পর্যন্ত পিসিবির দায়িত্বে ছিলেন নাজাম শেঠি। পাকিস্তানে এশিয়া কাপের আয়োজন নিয়ে ভারতের সঙ্গে মীমাংসা তিনিই করেছিলেন। তার প্রস্তাবেই হাইব্রিড মডেলে হচ্ছে এবারের এশিয়া কাপ। একইসময় শেঠি প্রস্তাব দিয়েছিলেন, ভারত পাকিস্তানে না গেলে পাকিস্তানের বিশ্বকাপের ম্যাচগুলো যেন ভারতের বাইরে নিরপেক্ষ ভেন্যুগুলোতে আয়োজন করা হয়। সেবার তার পরামর্শ আমলে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। বরং পাকিস্তানের দুই ম্যাচের ভেন্যু এবং সময় নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। সেই প্রসঙ্গ টেনে শেঠির টুইট, ‘বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের যে পরামর্শ আমি দিয়েছিলাম, বিসিসিআইয়ের সেটা গ্রহণ করা উচিত ছিল। তারা এখন কদিন পরপর সূচিতে সমন্বয় করতে গিয়ে এলোমেলো করে ফেলছে।’ বিশ্বকাপের সূচি ঘোষণা করার পর প্রথম এই নিয়ে আপত্তি তুলে ধরে আহমেদাবাদ ক্রিকেট বোর্ড। ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েই আপত্তি ছিল তাদের। একই দিন ওই অঞ্চলে নবরাত্রি উৎসব শুরু হবে বলে খেলার সূচি বদলের অনুরোধ করে স্থানীয় পুলিশ। পরে কলকাতা পুলিশের পক্ষ থেকে কালীপূজার কারণে নভেম্বরের একটি ম্যাচ বদলের অনুরোধ করা হয়। উভয় অঞ্চলের পুলিশের ভাষ্য ছিল, ধর্মীয় উৎসব থাকায় বিশ্বকাপের ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে না। এই দুই ম্যাচের সূচি বদল করতে গিয়ে মোট ৯টি ম্যাচের সূচিতে পরিবর্তন করা হয়। যার মধ্যে সর্বোচ্চ ৩টি করে ম্যাচের সূচি বদল হয় বাংলাদেশ, পাকিস্তান ও ইংল্যান্ডের।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন