রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

স্বাধীনতা অর্জনের পর দেশকে পুন:গঠনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেকে নিয়োজিত করেছিলেন

স্বাধীনতা অর্জনের পর দেশকে পুন:গঠনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেকে নিয়োজিত করেছিলেন
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের মাননীয়  বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার বলেছেন,
স্বাধীনতা অর্জনের পর দেশকে পুন:গঠনের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেকে নিয়োজিত করেছিলেন। তিনি এদেশকে সোনার বাংলায় পরিনত করার জন্য যখন আপ্রাণ চেষ্ঠা চালিয়ে যাচ্ছিলেন  ঠিক সেই সময় কতিপয় বিপদগামী সেনা কর্মকর্তা এবং তাদের মদদদাতাদের নৃসংশভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুকে হত্যা করে। তারা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশকে আবারো পাকিস্তানি কায়দায় পরিচালনার মধ্য দিয়ে সংবিধানের চারটি স্তম্ভকে নস্যাৎ করে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধংস করতে চেয়েছিলেন। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের-১৫ আগস্ট  শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শুক্রবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের তালতলা বাজার সংলগ্ন মাঠে এক আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবনীর উপর স্মৃতিচারন,দোয়া মাহফিল এবং খাদ্য বিতরন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মরহুম অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার কনিষ্টতম কন্যা ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারজানা রাব্বী বুবলি। শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) আলাদ্দিন ,ফুলছড়ি উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল ইউপি চেয়ারম্যান আনছার আলী মন্ডল, বাবর আলীসহ অন্যান্য সদস্য ও স্থানীয় আ.লীগের নেতৃবৃন্দ । শোকসভায় ৭৫ এর ১৫ আগষ্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মীনী সহ ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্য সহ সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং খাদ্য বিতরন করা হয়।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন