বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বেলিংহামের গোলে রিয়ালের টানা তৃতীয় জয়

বেলিংহামের গোলে রিয়ালের টানা তৃতীয় জয়

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : দলবদলের বাজারে তাকে পাওয়ার জন্য ছিল ইউরোপের নামি দামি ক্লাবগুলোর লম্বা লাইন। কাড়ি কাড়ি অর্থ থাকা ক্লাবগুলোর অর্থকে বৃদ্ধাঙুলি দেখিয়ে তিনি বেছে নিয়েছেন রিয়াল মাদ্রিদের ইতিহাস এবং ঐতিহ্যকে এবং আসার পর দেখিয়ে যাচ্ছেন কেন তাকে পেতে পুরো ইউরোপ ছিল উদগ্রিব। বলা হচ্ছিল রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের কথা। দলে আসার পর আলো ঝলমলে পারফরম্যান্সে জিতিয়েই চলছেন লস ব্ল্যাঙ্কোস শিবিরকে। যার সর্বশেষ নজর গতকাল রাতে সেল্টা ভিগোর সাথে ম্যাচে। বাংলাদেশ সময় শুক্রবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১টায় লা লিগার ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে ১-০ গোলের জয় পায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। জয়সূচক গোলটি করেন যথারীতি এই মৌসুমেই বুরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়ালে আসা জুড বেলিংহাম। এ নিয়ে ইংলিশ ফুটবলার বেলিংহাম রিয়ালের জার্সিতে ৩ ম্যাচ থেকে ৪ গোল করলেন। গত ১৯ আগস্ট আলমেরিয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন বেলিংহাম। তার আগে ১৩ আগস্ট তিনি অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে একটি গোল করেছিলেন। এবার সেল্টা ভিগোর বিপক্ষে গোল করে পরপর তিন ম্যাচে স্কোরশিটে নাম লেখালেন তিনি। তার এই কীর্তি মনে করিয়ে দিচ্ছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা। বেলিংহামের আগে তিনি একমাত্র রিয়াল খেলোয়াড় যিনি তিন ম্যাচে চার গোল করেছিলেন। সেল্টার বিপক্ষের ম্যাচটিতে শুরুতেই পিছিয়ে যায় রিয়াল শিবির। তবে ভিডিও অ্যাসিস্টান রেফারির কল্যাণে সে যাত্রায় মুক্তি মেলে ব্লাঙ্কোসদের। আর প্রথমার্ধের বিরতির আগে গোল করে রিয়াল মাদ্রিদ। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ায় সেই গোলটি আর স্কোরশিটে জায়গা পায়নি। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুদল। ৬৬ মিনিটে সেই যাত্রায় এগিয়ে যায় রিয়াল। দলটির ফরোয়ার্ড রদ্রিগোকে আটকাতে গিয়ে ফাউল করে বসেন প্রতিপক্ষের গোলরক্ষক ইভান ভিলার। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রাজিল তারকা। অবশ্য গোল না পাওয়ার আফসোস তাকে ম্যাচের শেষ পর্যন্ত করতে হয়নি। খেলার শেষ দিকে এসে সফলভাবে লক্ষ্যভেদ করেন বেলিংহাম। টনি ক্রুসের কর্নার জোসেলু হেডে গোলমুখে বাড়ালে পেয়ে যান বেলিংহাম। কাছ থেকে হেডে বল জালে জড়ান ডর্টমুন্ড থেকে আসা এই মিডফিল্ডার। তাতে ভর করে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় পায় রিয়াল মাদ্রিদ। এর আগে প্রথম ম্যাচে অ্যাথলেটিক ক্লাবকে ২-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে আলমেরিয়াকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছিল রদ্রি-ভিনিসিউসরা। তবে লা লিগায় এখনো জয়ের দেখা পায়নি সেল্টা।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন