শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ক্যানসারে মারা গেলেন খ্যাতনামা অভিনেতা মিলিন্দ সাফাই

ক্যানসারে মারা গেলেন খ্যাতনামা অভিনেতা মিলিন্দ সাফাই

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ইন্ডাস্ট্রিতে একের পর এক মৃত্যুর খবর আসছে। একজন নক্ষত্রকে হারানোর রেশ কাটিয়ে উঠার আগেই আসছে আরেক জনের মৃত্যুর খবর। এদিকে সবাই আনন্দে মেতে উঠেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের। আর ঠিক তখনই খবর এলো না ফেরার দেশে চলে গেলেন খ্যাতনামা মারাঠি অভিনেতা মিলিন্দ সাফাই। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন মিলিন্দ। শুক্রবার (২৫ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। এ অভিনেতা বিখ্যাত মারাঠি টেলিভিশন শো ‘অ্যাই কুথে কে কার্তে’-তে অংশ নিয়েছিলেন। এই শোয়ে মধুরানী প্রভুলকরের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। খ্যাতনামা এ তারকার মৃত্যুতে ‘মহারাষ্ট্রচি হাস্য যাত্রা’ নির্মাতা শচীন গোস্বামী শোক প্রকাশ করেছেন। তিনি সোশ্যালে মিলিন্দ সাফাইকে স্মরণ করে একটি শোক বার্তা দিয়েছেন। প্রসঙ্গত, মিলিন্দ সাফাই মারাঠি ধারাবাহিক ও কয়েকটি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি হিন্দি সিনেমায়ও দেখা গেছে তাকে। মারাঠি সিনেমা যেমন ‘১০০ দিন’, ‘সাং তু আহেস কা’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন