শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

জুড়ীতে হাতির আক্রমণে মাহুতের মৃত্যু

জুড়ীতে হাতির আক্রমণে মাহুতের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হাতির আক্রমণে হাতির মাহুত নিহত হয়েছেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের বাঁশমহালে হাতিটিকে নিয়ন্ত্রণে আনতে গেলে মাহুত গোলাম মোস্তফা (৪৫) হাতির আক্রমনে মারা যান।

স্থানীয়রা জানায়, সপ্তাহ খানেক ধরে উন্মাদ হাতিটি পাহাড়ের ভেতর থেকে লোকালয়ে এসে অনেক কৃষকের ফসলাদি নষ্ট করে আসছিল।

হাতির মালিক ও কুলাউড়ার কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রহমান আতিক জানান, মাহুত গোলাম মোস্তফা দীর্ঘ ৮-১০ বছর থেকে আমার মালিকানাধীন হাতির মাহুত (পরিচালক) হিসেবে কাজ করছেন। সোমবার তিনিসহ ছয়জন মাহুত হাতি আনতে গিয়ে  অনাকাঙ্খিত দুর্ঘটনায় হাতির আক্রমণে মাহুত মারা যান। নিহত ব্যক্তির পরিবারকে মানবিক দৃষ্টিকোণ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন