বাংলাদেশ স্কাউটস শ্রীমঙ্গল উপজেলা কাব ক্যাম্পুরি উদ্বোধন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ স্কাউটস শ্রীমঙ্গল উপজেলা কাব ক্যাম্পুরি উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) “কাব স্কাউটিং করি, স্মার্ট বাংলাদেশ গড়ি” এই প্রত্যয়কে বুকে ধারণ করে শ্রীমঙ্গল মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৫দিন ব্যাপী শুরু হয়েছে বাংলাদেশ স্কাউটস শ্রীমঙ্গল ‘উপজেলা কাব ক্যাম্পুরি-২০২৩ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্টানে পপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাব ক্যাম্পপুরি উদ্বোধন করেন
মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ।
৫ দিন ব্যাপী শ্রীমঙ্গল উপজেলা কাব ক্যাম্পুরিতে উপজেলার ৩২টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১৯২ জন কাব শিক্ষার্থী, ৩২ জন কাব শিক্ষক, প্রশিক্ষক ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের স্কাউট নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্কাউটস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও স্কাউট প্রশিক্ষক অনিতা দেবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা স্কাউটস সম্পাদক অয়ন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, বাংলাদেশ স্কাউটস মৌলভীবাজার জেলা সম্পাদক মো: ফয়জুর রহমান, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ব্যবসায়ী সীমিতর সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন, মনাইউল্লাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু তালেব বাদশা, জেলা সহকারী কমিশনার জহর তরফদার, উপজেলা কমিশনার কল্যান দেব।