শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

নন্দীগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ

নন্দীগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ

 

জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ক্ষুদ্রনৃগোষ্ঠীর ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে হতে এ বাইসাইকেল বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির অর্থ দ্বারা এ উপজেলার ২০ জন ক্ষুদ্রনৃগোষ্ঠীর ছাত্রীদের জন্য বাইসাইকেল ক্রয় করা হয়। বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, উপজেলা শিা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, নন্দীগ্রাম প্রেস কাবের সভাপতি নাজমুল হুদা ও বাংলাদেশ আদিবাসী ফোরাম উপজেলা শাখার সভাপতি প্রদীপ কুমার বাগদী প্রমুখ। ছাত্রীরা নতুন বাইসাইকেল হাতে পেয়ে খুশি হয়। তারা বলেন, এখন থেকে আমাদের স্কুল যেতে খুব সুবিধা হবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন