কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কাঠমিস্ত্রির
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুকুল চন্দ্র (৩৫) নামের এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার দুই সহযোগী। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজারহাট উপজেলার শরিষাবাড়ীরহাট চর গতিয়াশাম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুকুলের বড় ভাই আষাঢ়ু চন্দ্রকে (৩৮) প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুত্বর আহত স্বপনকে (২৫) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের নওশাদ হোসেনের ঘর নির্মাণে সাতজন কাঠমিস্ত্রি কাজ করতেছিলেন। সোমবার বিকেলে ঘরের চালের কাজ শেষ করে সুপারি গাছ বেয়ে নামার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মুকুল চন্দ্র। পরে আহত অবস্থায় স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এক সঙ্গে সাতজন মিস্ত্রি কাজ করতেছিলেন। বিকেলে কাজ শেষে ঘরের চাল থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুত্বর আহত স্বপন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে