শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ফিফা ফ্রেন্ডলি সিরিজ আড়াই লাখে বিক্রি

ফিফা ফ্রেন্ডলি সিরিজ আড়াই লাখে বিক্রি

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন কাড়ি কাড়ি টাকা। বিসিবির এই অর্থের অন্যতম মাধ্যম টিভি রাইটস (স্বত্ত্ব) বিক্রি। বিশ্বের অনেক ক্লাব ও ক্রীড়া সংস্থার আয়ের অন্যতম প্রধান খাত টিভি স্বত্ত্ব বিক্রি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সদ্য সমাপ্ত আফগানিস্তানের বিপক্ষে ফিফা সিরিজের টিভি স্বত্ত্ব বিক্রি করেছে আড়াই লাখ টাকায়ম্যাচ প্রতি দাঁড়ায় সোয়া লাখ।

বাফুফে টিভি স্বত্ত্ব বিক্রি নিয়ে খুব একটা কাজ করেনি ইতোপূর্বে। অধিকাংশ ক্ষেত্রেই সৌজন্যমূলকভাবে দেশীয় টিভিতে খেলা প্রচার হলেই সন্তুষ্ট থাকতো বাফুফে। এবার অবশ্য আফগানিস্তান সিরিজ সম্প্রচারের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে স্পোর্টস নাইন আড়াই লাখ টাকার মাধ্যমে স্বত্ত্ব কিনে বলে জানা যায়। পরবর্তীতে তারা দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের কাছে বিক্রি করে। বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমারন হোসেন তুষার টিভি রাইটস বিক্রি নিয়ে বলেন,‘নির্দিষ্ট সময়ের মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠানই আগ্রহ প্রকাশ করেছে। তাই সেই প্রতিষ্ঠানই রাইটস পেয়েছে।’ ফুটবলসংশ্লিষ্ট এক সূত্রের খবর, রাইটস বিক্রি প্রক্রিয়া নিয়ে অনেক প্রতিষ্টানই অজ্ঞাত ছিল এবং অনেকটা চুপিসারেই এটা হয়েছে। এই সূত্রের খবরের বিপরীতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের বক্তব্য,‘আমরা ফেসবুক পেজে বিজ্ঞপ্তি দিয়েছি এবং সংশ্লিষ্ট অনেককেই অবহিত করেছি। নির্দিষ্ট ডেডলাইনে একটি প্রতিষ্ঠানই মাত্র আগ্রহ দেখিয়েছে।’ এই সংক্রান্ত আরেক সূত্রের খবর, বিনামূল্যে খেলা সম্প্রচারের জন্যই অনেক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেনি।  আফগানিস্তান সিরিজের টিভি স্বত্ত্বের বিনিময়মূল্য এবং ক্রয়কারী প্রতিষ্ঠানের নিজস্ব প্রচার মাধ্যম না থাকা নিয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের ব্যাখ্যা,‘আমরা আগে এই খাত থেকে তেমন আয় করতে পারতাম না। এবার তো অন্তত অন্তত কিছু পাওয়া গেল। তাদের সঙ্গে আমাদের শর্ত ছিল প্রডাকশন করতে হবে এবং অবশ্যই ক্লিয়ার ফিড দিতে হবে।’ আফগানিস্তান সিরিজটি হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। ম্যাচের ব্যবস্থাপনায় কিংস বড় ভুমিকা রাখলেও টিভি টিভি স্বত্ত্ব রেখেছিল বাফুফে অন্যদিকে ম্যাচ টিকিট টিভি স্বত্ত্ব দিয়েছিল কিংসকে।  বাংলাদেশ ক্রিকেট বোর্ডে টিভি রাইটসের বিষয়টি মার্কেটিং কমিটি দেখভাল করে। বাফুফেতে মার্কেটিং কমিটিই নেই। যেহেতু মার্কেটিং কমিটি নেই, তাই টিভি রাইটস বিষয়টি খানিকটা মিডিয়া কমিটির আওতায় পড়ে। মিডিয়া কমিটির চেয়ারম্যান ও বাফুফের নির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরি আফগানিস্তান সিরিজের টিভি রাইটসের ক্রয়-বিক্রয় বিষয়ে একেবারেই অজ্ঞাত  বলে মন্তব্য করেন ,‘আমি এই ব্যাপারে কিছুই জানি না।’  আরিফ হোসেন মুন পদত্যাগ করার পর বাফুফের নির্বাহী কমিটি এখন ২০ সদস্যের। বড় সংখ্যক কমিটি হলেও সক্রিয় সদস্য মাত্র কয়েকজন। এর মধ্যে অন্যতম জাকির হোসেন চৌধুরী। মিডিয়া সংক্রান্ত এবং ফেডারেশনের সার্বক্ষণিক পাশে থাকা ব্যক্তিও টিভি রাইটেসর ব্যাপারে অন্ধকারবস্থায়। যদিও ফেডারেশনের শীর্ষ নীতিনির্ধারকদের দুই একজন এই ব্যাপারে অবগত বলে জানা গেছে। শুধু আফগানিস্তান সিরিজ নয়, আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ এবং প্লে অফে জিতলে বিশ্বকাপ বাছাইয়ের তিনটি হোম ম্যাচের টিভি টিভি স্বত্ত্বও ইতোমধ্যে বিক্রি করেছে বাফুফে। এই ম্যাচগুলোর টিভি স্বত্ত্ব কিনেছে সাফের মার্কেটিং প্রতিষ্ঠান। তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আসন্ন ম্যাচগুলোর সম্প্রচার টিভি স্বত্ত্ব বিক্রি করতে পারবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন