কুড়িগ্রাম থেকে হারিয়ে যাওয়া ৭২ বছরের বৃদ্ধা আছিয়াকে খুলনা থেকে উদ্ধার করে পরিবারের মাঝে ফিরিয়ে দিল পুলিশ
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম থেকে হারিয়ে যাওয়া ৭২ বছরের বৃদ্ধা আছিয়াকে খুলনা থেকে উদ্ধার করে পরিবারের মাঝে ফিরিয়ে দিল পুলিশ
কুড়িগ্রাম থেকে হারিয়ে যাওয়া ৭২ বছরের বৃদ্ধা আছিয়াকে দির্ঘ ৫ মাস পরে খুলনা থেকে উদ্ধার করে পরিবারের মাঝে ফিরিয়ে দিল কুড়িগ্রাম থানা পুলিশ। কুড়িগ্রাম সদর উপজেলার সরদার পাড়া গ্রামের মানসিক ভারসাম্যহীন আছিয়া বেগম (৭২) বিগত পাঁচ মাস আগে হারিয়ে যান। পরবর্তীতে তাকে খুলনা জেলার সোনাডাঙ্গা থানার পুলিশ গত বুধবার ২০ (সেপ্টেম্বর) উদ্ধার করে এবং তাকে তার নাম ঠিকানা জিজ্ঞেস করলে তিনি শুধু জানান যে তার নাম আছিয়া, বাড়ি কুড়িগ্রাম জেলায় এর বেশি কিছু বলতে পারেননি। বিষয়টি সোনাডাঙ্গা থানার মাধ্যমে কুড়িগ্রাম থানা পুলিশ বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে মহিলার আত্মীয়-স্বজনকে খবর দেন। মানসিক ভারসাম্যহীন আছিয়ার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার সরদারপাড়া এলাকায়। তিনি স্বামী পরিত্যাক্তা। তার একজন মানসিক ভারসাম্যহীন ছেলে রয়েছে। পরবর্তীতে আছিয়া বেগমের ছোট বোন রূপালী বেগম মহিলাকে তার হারিয়ে যাওয়া বোন আছিয়া বেগম বলে শনাক্ত করলে তার নিকট বুঝিয়ে দেয় পুলিশ।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ন সমাজের লক্ষ্যে নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে পুলিশ। শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্ত সহ অপরাধ নিবারনে সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।