সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শ্রীমঙ্গলে বালু ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদন্ড

শ্রীমঙ্গলে বালু ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদন্ড

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের চৌমুহনী নামকস্থানে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় শাহ আলম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার। ভ্রাম্যাণ আদালতকে সহায়তা করেন শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম।

শনিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার নিশ্চিত করে জানান, অবৈধ ভাবে বালু উত্তোলন করায় শাহ আলমকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করা হয়েছে। অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন