৮০ রোগীদের মাঝে ৪০ লাখ টাকার চেক বিতরণ
সোহেল সানী: দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় ক্যান্সার, লিভার সিরোসিস, ষ্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসামিয়া ৮০ রোগী মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকে বিভিন্ন রোগীদের মাঝে এসব চেক বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক ও পৌর মেয়র আমজাদ হোসেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়ের সঞ্চালনায় এছাড়াও অন্যান্যদের মধ্যে ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন, অধ্য আব্দুর রাজ্জাক সরদার, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পার্বতীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায় বলেন, সমাজসেবা অধিদপ্তরের ক্যানসার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান কর্মসূচির আওতায় ৮০জন রোগীর মাঝে ৪০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।