রাজারহাটে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
স্মার্ট বাংলাদেশের স্মার্ট ক্রীড়াঙ্গণ শেখ হাসিনার উন্নয়ন দর্শন এই স্লোগানে রাজারহাট উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার ৬ এপ্রিল রাজারহাট উপজেলা পরিষদ থেকে এক র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন রাজারহাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, র্যালিতে ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রমুখ।