কুলাউড়ায় চুরি করে পালানোর সময় চোরচক্রের সদস্য আটক, দুটি সিএনজি উদ্ধার
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় গ্যারেজ থেকে তালা ভেঙে দুটি সিএনজি অটোরিকসা নিয়ে পালানোর সময় চোরচক্রের এক সদস্যকে আটক ও দুটি সিএনজি অটোরিকসা উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ। আটককৃত সিএনজি চোরের নাম মো. রবিউল মিয়া। সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামের জুনাব আলীর ছেলে।
কুলাউড়া থানা সুত্রে জানা যায়, সোমবার ১৬ অক্টোবর রাত ৩টা ৪০ মিনিটের সময় কুলাউড়া উপজেলার ভাটেরা বাজারে পুলিশের চেকপোস্ট ডিউটি চলাকালে দ্রুত গতিতে দুটি সিএনজি অটোরিকসা বাজার অতিক্রম করছিল। এসময় পুলিশ অটোরিকসা দুটিকে সিগন্যাল দিলে তারা সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক এর সার্বিক দিক নির্দেশনায়
এএসআই মো. বিল্লাল হোসেনসহ পুলিশের একটি টিম সিএনজি চোরচক্রের সদস্য মো. রবিউলকে আটক ও দুইটি সিএনজি অটোরিকসা উদ্ধার করেন।
পুলিশ জানায়, সিএনজি দুইটির মালিক কুলাউড়ার কানেহাত গ্রামের আয়াজ আলী ও বড়দল গ্রামের বিজু দাস। ভুকশিমইল ইউনিয়নের বড়দল গ্রামের আরজদ আলীর গ্যারেজ থেকে গ্রেপ্তারকৃত রবিউল মিয়াসহ চোরচক্রের আরো ৩/৪জন মিলে গ্যারেজের সাটারের তালা ভেঙে দুটি সিএনজি অটোরিকসা চুরি করে পালানোর চেষ্টা করলে পুলিশের হাতে আটক হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃত রবিউল মিয়ার বিরুদ্ধে সিএনজি অটোরিকসার মালিক আয়াজ মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে গ্রেপ্তারকৃতকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়।