বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

নোয়াখালীর সুবর্ণচরে বিনা ধান-১৭ মাঠ দিবস অনুষ্টিত

নোয়াখালীর সুবর্ণচরে বিনা ধান-১৭ মাঠ দিবস অনুষ্টিত
নোয়াখালী প্রতিনিধি-
নোয়াখালীর সুবর্ণচরে বিনাধান-১৭ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে (৫ নভেম্বর) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনষ্টিটিউট (বিনা) নোয়াখালী উপকেন্দ্রের উদ্যোগে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল হকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভার্চুয়ালি , বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশীদ, বিনা উপকেন্দ্র নোয়াখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাকিব, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রায়হান শিকদার, ফার্ম ম্যানেজার মো. ফররূখ আহম্মেদ কৃষক-কৃষাণীসহ উপসহকারী কৃষি কর্মকর্তা ও শতাধিক উপকারভোগী চাষী। এসময় বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম জানান, বিনাধান-১৭ মাত্র ১০০-১১০ দিনেই ফলন  আসে। খরা সহিষ্ণু স্বল্পজীবনকালীন ও ব্লাস্ট প্রতিরোধী এ ধান প্রচলিত জাতের তুলনায় ২৫-৩০দিন আগেই ফলন কর্তন করা যায়। এ ধানে প্রতি ৩৩ শতকে ২১ মণ ফলন পাওয়া যায়। ফলে, একই জমিতে রবি শস্য ও ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে অন্য ফসল চাষ করার সুযোগ থাকে।
বিনা উপকেন্দ্রের তথ্যমতে, প্রতিষ্ঠানটি এ বছর নোয়াখালী জেলায় প্রায় ৩ টন বিনাধান-১৭ এর বীজ বিনামূল্যে বিতরণ করেন। ভবিষ্যতে ব্যাপক উৎপাদন বৃদ্ধিতে বিতরণ কার্যক্রম চলমান থাকবে। মাঠ দিবসে বিনা নোয়াখালীর উপকেন্দ্রে প্রদর্শীত ধান কর্তন করে করা হয়। বিনাধান-১৭ প্রতি হেক্টরে ৬.৫ টন ফলন দেখতে পান প্রধান অতিথিসহ কৃষকরা।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন