বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শ্রীলঙ্কা নিউজিল্যান্ড নাকি বৃষ্টি, ব্যাঙ্গালোরে এগিয়ে কারা?

শ্রীলঙ্কা নিউজিল্যান্ড নাকি বৃষ্টি, ব্যাঙ্গালোরে এগিয়ে কারা?

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বিশ্বকাপ ক্রিকেটের লিগ পর্বের ম্যাচের শেষ রাউন্ডের খেলা মাঠে গড়াবে আজ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ আগের দুই আসরের রানারআপ নিউজিল্যান্ড। ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামের এই ম্যাচে দুই দলের লক্ষ্য দুই রকম। নিউজিল্যান্ড লড়বে সেমিফাইনালে জায়গা নিশ্চিতের লক্ষ্যে। আর শ্রীলঙ্কার লক্ষ্য থাকবে সেরা আটে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়া।

এই এক ম্যাচ শুধু তাদের দুই দলই নয়, একইসঙ্গে নির্ধারণ করবে, বাংলাদেশ এবং পাকিস্তানের ভাগ্যটাও। নিউজিল্যান্ডের হার পাকিস্তানের যেমন কপাল খুলে দিতে পারে, তেমনি বাংলাদেশকেও চ্যাম্পিয়ন্স ট্রফির রেসে অনেকটা পিছিয়ে দিবে। আবার ব্যাঙ্গালোরে আছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। সেটাও রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকামহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে কিছুটা অন্তত স্বস্তির খবর আছে নিউজিল্যান্ড শিবিরে। ম্যাট হেনরি আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন। তার বদলে এসেছেন কাইল জেমিসন। আগেই ইনজুরিতে আক্রান্ত লোকি ফার্গুসনও সেরে উঠেছেন। এই ম্যাচে তাই পেসারদের আধিক্য দেখা যেতে পারে। বিশেষ করে শ্রীলঙ্কান ব্যাটারদের বাউন্সার দুর্বলতার কথা মাথায় রেখে দল সাজাতে পারে নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে অবশ্য নড়বড়ে হয়ে যাবে ইশ সোধির জায়গা। আগের ম্যাচেও খুব বেশি আলো ছড়াতে পারেননি তিনি। এই ম্যাচেও তাকে শুরুর একাদশে দেখা যাবে, সেই সম্ভাবনাও অনেকটাই কম। শ্রীলঙ্কান দলে অবশ্য ইনজুরি সমস্যা নেই। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের একাদশেই দেখা যেতে পারে তাদের। এবারের আগে বিশ্বকাপে মোট ১১ বার মুখোমুখি হয় এই দুই দল। বিশ্বকাপে জয়ের দিক দিয়ে এগিয়ে শ্রীলঙ্কা। লঙ্কানদের ছয় জয়ের বিপরীতে কিউইদের জয় পাঁচটি। অবশ্য সার্বিকভাবে ওয়ানডেতে জয় বেশি নিউজিল্যান্ডের। মুখোমুখি ১০১ দেখায় তারা জিতেছে ৫১ ম্যাচ। আর ৪১ ম্যাচে জিতেছে লঙ্কানরা। সর্বশেষ চলতি বছরের মে মাসে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজে মুখোমুখি হয় দুদল। সেই সিরিজে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারায় স্বাগতিক নিউজিল্যান্ড। সেই সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ২৭৪ রান তোলে স্বাগতিক নিউজিল্যন্ড। সেই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭৬ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। ফলে ১৯৮ রানের বিশাল জয় পায় নিউজিল্যান্ড। তবে এদিনের ম্যাচে বড় ইস্যু হতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ সারাদিনই ব্যাঙ্গালোরে বৃষ্টি হতে পারে। পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের মত এদিনও বৃষ্টিতে ভেসে যেতে পারে ম্যাচের অনেকটা অংশ। কোন কারণে ম্যাচ পরিত্যক্ত হলে অবশ্য দুই দলেরই কপাল পুড়বে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, এদিন ব্যাঙ্গালোর শহরে বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। এছাড়া বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা ৫৪ শতাংশের বেশি। বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে দুই দলই ১ পয়েন্ট করে পাবে, তাতে অবশ্য খুব একটা সুবিধা হওয়ার কথা না দুই দলের কারোরই।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন