বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

প্রধানমন্ত্রীর পক্ষে পার্বতীপুরে পাঁচ উন্নয়ন প্রকল্প উদ্ধোধন ও পরির্দশন

প্রধানমন্ত্রীর পক্ষে পার্বতীপুরে পাঁচ উন্নয়ন প্রকল্প উদ্ধোধন ও পরির্দশন

সোহেল সানী : দিনাজপুরের পার্বতীপুরে পাঁচ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে গণভবন হতে যুক্ত থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এসব উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়।
এসময় পার্বতীপুরে প্রধানমন্ত্রীর পক্ষে ৫টি উন্নয়ন প্রকল্পের ফলক উম্মোচন করেন পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: হাফিজুল ইসলাম প্রামাণিক। ফলক উম্মোচন কালে উপস্থিত ছিলেন- পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ঈসমাইল, পৌর মেয়র আমজাদ হোসেন, পার্বতীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহছান হাবিব, উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন, রুকশানা বারি রুকু, দিনাজপুর মাধ্যমিক শিক্ষা প্রকৌশল বিভাগের প্রতিনিধি মাকসুরুল আলম ও অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
পার্বতীপুরের বাস্তবায়িত পাঁচ উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে- পার্বতীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রশাসনিক ভবন, মন্মথপুর কো অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, ইন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, হাসান আলী চৌধুরী মহাবিদ্যালয়ের বিদ্যমান ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারন ও বাসুপাড়া উচ্চ বিদ্যালয়ের একতলা একাডেমিক ভবন। দিনাজপুর মাধ্যমিক শিক্ষা প্রকৌশল বিভাগ ১১ কোটি ৮ লাখ ৪১ হাজার ব্যয়ে এসব প্রকল্প বাস্তবায়ন করে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সিং মাধ্যমে সারাদেশে একসাথে ১৫৭টি উন্নয়র প্রকল্প উদ্ধোধন উপলক্ষ্যে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন