বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রাজারহাটে উপজেলা নির্বাচনের সহিংসতার মামলায় ৩ আসামী জেল হাজতে প্রেরণ

রাজারহাটে উপজেলা নির্বাচনের সহিংসতার মামলায় ৩ আসামী জেল হাজতে প্রেরণ
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে বৃহস্পতিবার ২৫ জুলাই রাজারহাট উপজেলার নির্বাচন পরবর্তী সহিংসতায় ৩ আসামী কে জেল হাজতে প্রেরণ করেন কুড়িগ্রাম চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন শীপন। গত ৭ জুন রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব বাজারে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর কাপ পিরিচ মার্কার কর্মী সমর্থক মামলার প্রধান আসামী হারুন অর রশিদের নেতৃত্বে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মশিউর রহমান,জাহেরুল ও নুরইসলাম কে রক্তাক্ত জখম করেন। পরে ভিকটিম মশিউর রহমানের ভাই সোহরাব হোসেন লিটন বাদী হয়ে হারুন অর রশিদ কে প্রধান আসামী করে ১২জনের নামে রাজারহাট থানায় মামলা দায়ের করেন। যাহার মামলা নং ৭২/২৪। উক্ত মামলায় পাচ আসামী মহামান্য হাইকোর্টে জামিন লাভ করে এরপর হাইকোর্টের মেয়াদ শেষ হলে ২৫ জুলাই বৃহস্পতিবার কুড়িগ্রাম চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন শীপনের আদালতে আত্মসমাপন করে জামিন আবেদন করেন। বিজ্ঞ আদালত উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে রায়হানুল কবির কানন ও আবুল কালাম আজাদকে জামিন দেন বাকী তিন আসামী হারুন অর রশিদ,সাইদুল ইসলাম কালা ও শাহাজাহান নয়া কে জেল হাজতে প্রেরণ করেন। উল্লেখ্য উক্ত মামলার বাকী ৭ আসামী নিম্ন আদালত কর্তৃক জামিনে আছেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন