বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

মাঠে নামার আগে বাংলাদেশের বড় দুঃসংবাদ

মাঠে নামার আগে বাংলাদেশের বড় দুঃসংবাদ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : নিষেধাজ্ঞার জন্য মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি সোহেল রানা। আসন্ন হোম ম্যাচেও লেবাননের বিপক্ষে খেলতে পারছেন না গুরুত্বপূর্ণ দুুই ফুটবলার। মালদ্বীপের বিপক্ষে একটি ও মেলবোর্নে একটি হলুদ কার্ড পাওয়ায় ফরোয়ার্ড রাকিব হোসেন এবং সাদ উদ্দিন লেবানন ম্যাচে অনুপস্থিত থাকবেন। আগামী ২১ নভেম্বর মুখোমুখি হবে দল দুটি।লেবানন ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচ থেকে বাংলাদেশের পয়েন্ট পাওয়ার প্রত্যাশা রয়েছে। সেই ম্যাচে রাকিব ও সাদ উদ্দিন না থাকা বাংলাদেশের জন্য সমস্যার বিষয়। দু’জনই একাদশের নিয়মিত এবং গুরুত্বপূর্ণ ফুটবলার। গতকাল (শুক্রবার) রাতে মেলবোর্ন থেকে বাংলাদেশ দল ঢাকায় পৌঁছেছে। এরপর টিম হোটেলে উঠেছেন সব ফুটবলারই। যদিও পরবর্তী ম্যাচটিতে খেলতে পারবেন না রাকিব ও সাদ। তাদেরকে ক্যাম্পে রাখা এবং তাদের পরিবর্তে কাউকে ডাকা হবে কি না এই বিষয়ে আজ সিদ্ধান্ত নেওয়া হবে।  রাকিব ১৭ অক্টোবর কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে হোম ম্যাচে একটি হলুদ কার্ড দেখেছিলেন। অস্ট্রেলিয়ায় মেলবোর্নে আরেকটি হলুদ কার্ড দেখেছেন তিনি। সাদ উদ্দিন প্রথম কার্ড দেখেছিলেন মালদ্বীপের মালেতে। গোল করে জার্সি খুলে উল্লাস করায়। পরবর্তী কার্ড দেখেছেন মেলবোর্নে। মালদ্বীপের ম্যাচ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ড হলেও টুর্নামেন্টের রেগুলেশন অনুযায়ী সেটিও গণ্য হয়েছে। বাফুফে ইতোমধ্যে দুই জনের সাসপেনশন নিয়ে চিঠি পেয়েছে ফিফার কাছ থেকে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন