মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

‌‘রিমার্ক ডে’ উদযাপিত

‌‘রিমার্ক ডে’ উদযাপিত

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : রাজধানীতে সাড়ম্বরে ‌‘রিমার্ক ডে’ উদযাপন করেছে রিমার্ক এইচবি লিমিটেড। বুধবার (২৯ নভেম্বর) ঢাকায় কোম্পানির কর্পোরেট অফিস ছাড়াও মুন্সিগঞ্জের গজারিয়ার ফ্যাক্টরি প্রাঙ্গণ, নিউ ইয়র্ক ও ব্যাংকক থেকে একযোগে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।

এতে অংশ নেন কোম্পানির চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া, পরিচালকগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখ্য, রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড বাংলাদেশে ভোক্তাদের জীবনমান সহজ করতে সর্বাধুনিক পণ্য বাজারে আনতে সক্ষম হয়েছে। এরই মধ্যে কোম্পানিটির ফেব্রিক কেয়ারে আনা দেশে প্রথম ফেব্রিক শ্যাম্পু বাজারে বেশ আলোড়ন তৈরি করেছে। উন্নত প্রযুক্তিতে এসব পণ্য দেশে কোম্পানির নিজস্ব ফ্যাক্টরিতেই উৎপাদন সম্ভব করে দেশের উৎপাদন সক্ষমতায় নতুন দিগন্তের উন্মোচন করেছে রিমার্ক। রিমার্ক এলএলসি ইউএসএর অ্যাফিলিয়েটেড রিমার্ক এইচবি লিমিটেড বাংলাদেশে হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার ও কসমেটিক্স সামগ্রী উৎপাদন করছে। কোম্পানির ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে— নিওর, হারল্যান, সিওডিল, ব্লেইজ-ও-স্কিন, লিলি, অরিক্স, টাইলক্স, সানবিট, একনল উল্লেখযোগ্য।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন