রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

নানা কর্মসূচির মধ্য দিয়ে হিলিতে পালিত হচ্ছে মহান বিজয় দিবস

নানা কর্মসূচির মধ্য দিয়ে হিলিতে পালিত হচ্ছে মহান বিজয় দিবস

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
সারাদেশের ন্যায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হচ্ছে।
দিবসটি পালনে আজ শনিবার সকাল সাড়ে ৬ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সুচনা করা হয়। ৬ টা ৪০ মিনিটে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ,সাড়ে ৭ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন,সাড়ে ৮ টায় হাকিমপুর ডিগ্রী কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
এসময় সেখানে উপজেলার চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন,উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়,সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার লায়লা ইয়াসমিন,উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,ওসি মো: দুলাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি সোহরাব হোসেন প্রতাব মল্লিক,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী,প্রেসকাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,নবনিবাচিত সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির,নবনিবাচিত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ আওয়ামীলীগের দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন