রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

আদমদীঘিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

আদমদীঘিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

 

এএফএম মমতাজুর রহমান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
’ মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা,স্মার্ট বাংলাদেশ গড়ার দিক্ষা’ এই ম্লোগান কে প্রতিপাদ্য করে বগুড়ার আদমদীঘি উপজেলার ২৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আধুনিক ল্যাপটপ বিতরণ করা হয়েছে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি ( পিইডিপিই-৪) এর আওতায় উপজেলায় ২৯টি সরকারি প্রাথিমিক বিদ্যালয়ে গতকাল এসব ল্যাপটপ বিতরণ করা হয়। উপজেলা শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে ২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সকাল ১১ টায় এসব ল্যাপটপ বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে ২৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ১টি করে ল্যাপটপ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান শামসুল আলম। ল্যাপটপ গ্রহন করে সান্তাহার সুন্দর মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদা খানম বলেন, ’ইউএনও স্যারের হাতে ল্যাপটপ পেয়ে আমরা খুশি। বর্তমান সরকারকেও ধন্যবাদ, বিনে পয়সায় আমাদের ল্যাপটপ প্রদান করায়।’
উক্ত অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রধান ও সহাকারী শিক্ষকগন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন