রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

আইপিএল নিলাম দুপুরে, যা কিছু জানা প্রয়োজন

আইপিএল নিলাম দুপুরে, যা কিছু জানা প্রয়োজন

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের মিনি নিলাম আজ মঙ্গলবার। প্রথমবারের মতো ভারতের বাইরে দুবাইয়ে হচ্ছে এবারের নিলাম। প্রথমবারের মতো এবারের নিলামে  নিলাম সঞ্চালিকার ভূমিকায় থাকছেন একজন নারী। ভারতীয় কন্যা মল্লিকা সাগর থাকবেন সঞ্চালনার দায়িত্বে। আইপিএলের শুরু থেকে ২০১৮ পর্যন্ত রিচার্ড ম্য়াডলি আইপিএলের নিলাম সঞ্চালনা করেছেন। এরপর সেই দায়িত্ব পালন করেছিলেন হিউ এডমিডস।

কতজন খেলোয়াড়ের নাম থাকছে নিলামে? 

এই মিনি নিলামের জন্য সপ্তাহখানেক আগেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। নিলামের জন্য নিবন্ধন করেছিলেন ১ হাজার ১৬৬ জন দেশি-বিদেশি ক্রিকেটার। সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩৩৩ জন ক্রিকেটার। যার মধ্যে রয়েছেন ২১৪ জন ভারতীয় এবং ১১৯ জন বিদেশি ক্রিকেটার। দু’জন ক্রিকেটার রয়েছেন সহযোগী ক্রিকেট দেশ থেকে। এদের মধ্যে ১০ দলের জন্য ৭৭ টি স্লট খালি আছে। এদের মধ্যে আবার ৩০ টি স্লট রয়েছে বিদেশি ক্রিকেটারদের জন্য। নিলামে অংশ নেবেন ১১৬ জন ‘ক্যাপড’ ক্রিকেটার। অর্থাৎ দেশের হয়ে এই ক্রিকেটাররা ইতোমধ্যে আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন। রয়েছেন ২১৫ জন ‘আনক্যাপড’ ক্রিকেটার। অর্থাৎ এই ক্রিকেটাররা এখনও পর্যন্ত দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাননি। দু’জন ক্রিকেটার রয়েছেন অ্যাসোসিয়েট দেশ থেকে। আসন্ন মিনি নিলামে সর্বাধিক বেসপ্রাইস (ন্যূনতম মূল্য) রয়েছে ২ কোটি টাকার। এই সর্বোচ্চ ক্যাটাগরিতে রয়েছেন মোট ২৩ জন ক্রিকেটার। ১৩ জন ক্রিকেটার রয়েছেন দেড় কোটির ব্র্যাকেটে। ২ কোটি টাকা ন্যূনতম মূল্য রাখা ক্রিকেটারদের মধ্যে ২০ জন বিদেশি।

বাংলাদেশি কারা আছেন নিলামে? 

চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। এদের মধ্যে মুস্তাফিজুর রহমান আছেন সর্বোচ্চ ২ কোটি রুপির ঘরে। দ্য ফিজ ছাড়াও ছিলেন আরও দুই পেসার তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। এদের মধ্যে তাসকিনের ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি এবং শরিফুলের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি ধরা হয়েছিল। যদিও সবশেষ খবর বলছে নিলামের আগেই নাম কেটে গেছে তাসকিন-শরিফুলের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের খেলার অনুমতি দেয়নি বলে জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। অন্যদিকে, বাঁ-হাতি পেসার মুস্তাফিজকে বিসিবি শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে। ফলে এখন পর্যন্ত মাত্র একজন টাইগার ক্রিকেটার আছেন এবারের নিলামে। তবে নিলামে বিক্রি হলে মুস্তাফিজকে কেবল ২২ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সময়ের ভেতর খেলার শর্ত জুড়ে দিয়েছে বিসিবি। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে বিসিবি জানিয়েছে, ‘নিলামে নাম ওঠা তাসকিন ও শরিফুলকে আসন্ন ২০২৪ আইপিএল আসরের জন্য পাওয়া যাবে না।’

নিলামে যাদের দিকে থাকবে দৃষ্টি

জানা গেছে, এবারের নিলামে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ট্রাভিস হেড, জশ হ্যাজলউডের পাশাপাশি নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, রাচীন রবীন্দ্রকে নিয়ে এবারের নিলামে বেশ প্রতিযোগিতা চলতে পারে। নিলামে ২৫ ক্রিকেটারের সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট খেলা ১৮ জন ভারতীয় ক্রিকেটারের মধ্যে হার্শাল প্যাটেল, কেদার যাদব, শার্দুল ঠাকুর ও উমেশ যাদবের ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি। ভারতের বাকি ১৪ রয়েছেন ৫০ লক্ষ রুপি দামের তালিকায়।

সর্বোচ্চ ভিত্তিমূল্যের (২ কোটি রুপি) ঘরে বিদেশিদের মধ্যে রয়েছেন যারা

আফগানিস্তানের মুজিব-উর রহমান, অস্ট্রেলিয়ার শন অ্যাবট, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, স্টিভ স্মিথ, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, লকি ফার্গুসন, বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, ইংল্যান্ডের টম ব্যান্টন, হ্যারি ব্রুক, বেন ডাকেট, জেমি ওভারটন, আদিল রশিদ, ডেভিড উইলি, ক্রিস ওকস, দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজে, রাইলি রুশো, রসি ভ্যান ডার ডুসেন ও শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস।

দেড়কোটি রুপি ভিত্তিমূল্য যাদের

মোহাম্মদ নবি, মইসেস হেনরিকস, ক্রিস লিন, কেইন রিচার্ডসন, ড্যানিয়েল স্যামস, ড্যানিয়েল ওরাল, টম কারান, মার্চেন্ট ডি ল্যাঙ্গ, ক্রিস জর্ডান, ডেভিড মালান, টাইমাল মিলস, ফিল সল্ট, কোরি অ্যান্ডারসন, কোলিন মুনরো, জিমি নিশাম, টিম সাউদি, কোলিন ইনগ্রাম, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জেসন হোল্ডার, শেরফেন রাদারফোর্ড।

এক কোটি রুপির ঘরে আছেন যেসব ক্রিকেটার

অ্যাশটন আগার, রিলে মেরেডিথ, ডি’আরকি শর্ট, অ্যাশটন টার্নার, গাস অ্যাটকিনসন, স্যাম বিলিংস, মাইকেল ব্রেসওয়েল, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, ওয়েইন ফার্নেল, ডোয়েন প্রিটোরিয়াস, আলজেরি জোসেফ, রভম্যান পাওয়েল ও ডেভিড উইজি।

কোন দলের হাতে কত টাকা? 

  • চেন্নাই সুপার কিংস: হাতে আছে ৩১ কোটি ৪০ লক্ষ টাকা। ৬ জন খেলোয়াড়কে নিতে পারবে, যার মধ্য়ে থাকতে পাড়ে ৩ বিদেশি।
  • দিল্লি ক্য়াপিটালস: দলটির কাছে আছে ২৮ কোটি ৯৫ লক্ষ টাকা। ৯ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, যার মধ্য়ে ৪ বিদেশি।
  • গুজরাট টাইটান্স: ৩৮ কোটি ১৫ লক্ষ টাকা আছে তাদের। ৮ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, যার মধ্য়ে বিদেশি সর্বোচ্চ ২ জন।
  • কলকাতা নাইট রাইডার্স: হাতে আছে ৩২ কোটি ৭০ লক্ষ টাকা। ১২ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, যার মধ্যে থাকতে পারবে ২ বিদেশি।
  • লখনৌ সুপার জায়ান্টস: আছে ১৩ কোটি ১৫ লক্ষ টাকা। ৬ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, যার মধ্যে বিদেশি থাকতে পারবে ২ জন।
  • মুম্বাই ইন্ডিয়ান্স: হার্দিক পান্ডিয়ার দলে আছে ১৭ কোটি ৭৫ লক্ষ টাকা। ৮ জন খেলায়াড়কে নিতে পারবে তারা, যার মধ্যে ৪ বিদেশি।
  • পাঞ্জাব কিংস: হাতে আছে ২৯ কোটি ১০ লক্ষ টাকা। ৮ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, যার মধ্য়ে ২ বিদেশি।
  • রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলির দলে আছে ২৩ কোটি ২৫ লক্ষ টাকা। ৬ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, বিদেশি ৩ জন।
  • রাজস্থান রয়্য়ালস: প্রথম আসরের শিরোপাজয়ীদের আছে ১৪ কোটি ৫০ লক্ষ টাকা। ৮ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, জায়গা পাবে ৩ বিদেশি।
  • সানরাইজার্স হায়দ্রাবাদ: সাকিব-মুস্তাফিজের সাবেক দলের আছে ৩৪ কোটি টাকা। ৬ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, বিদেশি সর্বোচ্চ ৩ জন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন