সোমবার, ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পার্বতীপুরে চুরি ও মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

পার্বতীপুরে চুরি ও মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

সোহেল সানী : দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ চুরি ও মাদক মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামী আমিনুল ইসলাম ওরফে রকেট (২৮) কে গ্রেপ্তার করেছে। আজ রবিবার দুপুরে পার্বতীপুর শহরের সাহেবপাড়া মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আমিনুল ইসলাম ওই মহল্লার ছমির উদ্দীনের ছেলে। রবিবার বিকেলে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। জিআর মামলা ও পুলিশ সুত্র জানায়, ২০১৩ সালে আমিনুল চুরি করার সময় পার্বতীপুরে দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি)’র সদস্য সিরাজুল ইসলামের ওপর হামলা চালান। এসময় তার হাতের আঙুল কেটে নেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মহামান্য আদালত তাকে ১ বছরের সাজা দেন।
পার্বতীপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সাজিদুল ইসলাম সাজিদ বলেন, বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে রেল থানায় চুরি, মাদক ও মারামারি মিলে ৬টি মামলা রয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন