শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ভোটের মাঠে এমপি পদপ্রার্থী’র দুই কন্যা সরব প্রচারনা

ভোটের মাঠে এমপি পদপ্রার্থী’র দুই কন্যা সরব প্রচারনা

সোহেল সানীঃ আসছে ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার জন্য নৌকা প্রতীকে ভোট চাইতে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোট চাচ্ছেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের ৭ বারের সংসদ সদস্য ও ৮ বারের আ.লীগের নৌকার প্রার্থী সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দুই কন্যা প্রকৌশলী ফারহানা রহমান মুক্তা ও ফারজানা রহমান সিমলা। শীত উপেক্ষা করে প্রতিদিন সকাল থেকে রাত অবধি নিরলসভাবে দুই উপজেলার স্কুল-কলেজ, পাড়া, মহল্লার বাড়ি বাড়ি গিয়ে বাবার জন্য নৌকা প্রতীকে ভোট চাচ্ছেন তার দুই কন্যা। তাদের দুই বোনের সরব প্রচারনায় এলাকায় চমক সৃষ্টি করেছেন। বাবা দিনাজপুর-৫ আসনের ৭ বারের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আ.লীগের সভাপতি, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার। বড় মেয়ে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও প্রকৌশলী ফারহানা রহমান মুক্তা বলেন, ৭ জানুয়ারি উন্নয়ন, অগ্রযাত্রা ও শান্তির প্রতীক নৌকায় ভোট দিয়ে অগ্নি সন্ত্রাসের জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে পৌঁছে দেন বিদুৎ ও ইন্টারনেট সুবিধা। বিধবা, স্বামী পরিত্যক্তা, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়মিত দেওয়া হচ্ছে সুরক্ষা ভাতা। দেশের জন্য কাজ করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তাই তার নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বংলাদেশ বিনির্মাণ করতে গত সোমবার সন্ধ্যায় পলাশবাড়ী ইউনিয়নের আটরাই গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে নৌকায় ভোট দিয়ে নারীদের অগ্রণী ভূমিকা রাখার জন্য আহবান জানান। পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আমজাদ হোসেন বলেন, প্রতিদিনই সাবেক মন্ত্রীর দুই কন্যা তার বাবার জন্য নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় শেষে বাবার জন্য নৌকা প্রতীকে ভোট চাচ্ছেন। তারা আলাদা ভাবে বাড়ী বাড়ী গিয়ে উঠান বৈঠক ও নারীদের সাথে দেখা করছেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন