ঢাকার সাভার থেকে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার:ধর্ষিতা উদ্ধার
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: রাজধানী ঢাকা জেলার সাভার থানা থেকে ধর্ষণ মামলার আসামী র্যাবের যৌথ অভিযানে গ্রেফতার ও ধর্ষিতা (ভিকটিম) উদ্ধার হয়েছে। সিপিসি-৩, জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক, স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এবং মেজর মাসুদ হায়দার, সিনিয়র এএসপি রানা (ঢাকা সাভার র্যাব-১) এর নেতৃত্বে র্যাবের যৌথ অভিযানে ১০ জানুয়ারী বুধবার রাতে ঢাকা জেলার সাভার থানা এলাকা হতে ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামী ইমাম হোসাইন (২০), পিতা-মোঃ দুলাল রব্বানী, থানা-ধামুইরহাট, জেলা- নওগঁকে গ্রেফতার ও ভিকটিম (ছদ্মনাম কল্পনা) কে উদ্ধার করে। এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়,নওগাঁ জেলার ধামুইরহাট থানার ১৩ বছরের এক মেয়েকে গত ২৫ ডিসেম্বর ২৩ সকালে প্রাইভেট পড়ার জন্য বাসা হতে হয়। রাস্তার উপর থেকে ভিকটিমকে অপহরণকরে আসামীগণ। পররর্তীতে ভিকটিম এর বাবা বাদী হয়ে ১ জানুয়ারী (২৪ তারিখে) ধামুইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইমাম হোসেনকে ১ নং আসামী করে ও অজ্ঞাতনামা ৪ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে। মামলার পর জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অপারেশনের দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সাহায্যে আসামীর অবস্থান শনাক্ত করে এবং র্যাব-১ এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ধামুইরহাট থানায় সোপর্দ করতে সক্ষম হয়।