শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

কুড়িগ্রামে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

কুড়িগ্রামে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  পরে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. লুৎফর রহমান, মেডিকেল অফিসার ডা. আ ন ম গোলাম মোহাইমেন, ডা. আবু মো. জোবায়ের প্রমুখ। আলোচনা সভায় জানানো হয়, ১৯৮১ সাল থেকে কুড়িগ্রাম জেলায় ৫ হাজার ২৬৪ জন কুষ্ঠ রোগী সনাক্ত করা হয়েছে। ২০২৩ সালে সনাক্ত করা হয়েছে ২৬ জন। প্রধানমন্ত্রী ঘোষিত ২০৩০ সালে দেশের সকল পর্যায়ে জিরো লেপ্রসীর লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে মিলে কাজ করতে হবে। এ সময় কুষ্ঠরোগের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সকলকে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সন্দেহজনক কুষ্ঠ রোগীকে সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রসমূহে রেফার্ড করার পরামর্শ প্রদান করা হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন