বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মাধবপুরে দুই দলের সংঘর্ষে নিহত ১, আহত ৫০

মাধবপুরে দুই দলের সংঘর্ষে নিহত ১, আহত ৫০

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে দুই দলের সংঘর্ষে পাভেল মিয়া (৩০) নামে একজন শনিবার রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায়  মারা গেছে। আহত হয়েছে আরও ৫০ জন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ।  জানা গেছে জমি সংক্রান্ত বিরোধের জেরে শনিবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ খাঁন দক্ষিণ বেজুড়া গ্রামের বেনু মেম্বারের সাথে বিরোধ চলে আসছে। এ নিয়ে কয়েকবার সংঘর্ষ হয়। এদের মধ্যে বেশ কটি মামলা মোকদ্দমা চলছে। শনিবার এরই জের ধরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। টেটাবিদ্ধ অবস্থায় পাভেলকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের মাধবপুর, হবিগঞ্জ, ঢাকা ও সিলেট ওসমানী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুই দলের সংঘর্ষে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সার্কেল এসপি নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে ১০ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন