কুলাউড়ায় ফেন্সিডিল ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কুলউড়ায় পুলিশের অভিযানে ইয়াবা ও ফেন্সিডলসহ এ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। শনিবার (৩ ফেব্রæয়ারি) সন্ধ্যায় কুলাউড়া থানার এসআই আনোয়ার মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জবপুর গ্রাম থেকে মাদকসহ ওবায়দুল হক (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। আটককৃত ওবায়দুল হক কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের মুসলিম আলীর ছেলে। এসময় ওবায়দুল এর হেফাজত থেকে ৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ সদস্যরা। সত্যতা নিশ্চিত করে এসআই আনোয়ার মিয়া জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন আছে। তার বিরুদ্ধে কুলাউড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রোববার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।