শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বাল্যবিবাহ-ইভটিজিং ও মাদক বিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত

বাল্যবিবাহ-ইভটিজিং ও মাদক বিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত
(জয়পুরহাট) প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশের অংশীদার হই,বাল্যবিবাহ ইভটিজিং ও মাদকমুক্ত রই,এই স্লোগানকে সামনে রেখে ৪র্থ বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক বিরোধী সাইকেল র‍্যালী- ২০২৪ আজ বুধবার সকালে পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে ও পাঁচবিবি পৌরসভার সহযোগিতায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা।সাইকেল চালিয়ে র‍্যালিটি শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। সাইকেল র‍্যালীতে অংশগ্রহণ করে পাঁচবিবি এন এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,পাঁচবিবি লালবিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বড় মানিক উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব উপজেলা ক্রিয়া সংস্থার সহ সভাপতি মনোরঞ্জন দাস রতন, সম্পাদক জাহিদুর রহমান রানা, যুগ্ম সম্পাদক মোজাফফর হোসেন সাজা,উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক সুমন চৌধুরী, সাংবাদিক শিক্ষক আব্দুল হাই,বণিক সমিতির সভাপতি ভরত প্রসাদ গোয়ালা, ও পৌর ছাত্রলীগের সম্পাদক সাইদুর রহমান রাজু প্রমুখ। ২৬ কিলোমিটার সাইকেল র‍্যালিতে নছির মন্ডল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে মাহিয়া জান্নাতি জেরিন, দ্বিতীয় স্থান জামিলা আক্তার জেরিন ও তৃতীয় স্থান পাইরুস খানম খুসবু। ছেলেদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এল বি পি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণি ছাত্র রিফাত আহমেদ, দ্বিতীয় উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য বায়েজিত হোসেন ও তৃতীয় স্থান অধিকার করেছে বড় মানিক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মোঃ শাকেরুল্লাহ। শেষে দুপুরে পৌরসভার পক্ষ থেকে বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট ও প্রাইজমানি( পুরস্কার) প্রদান করেন পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন