রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ফুলবাড়ীর উপজেলা পোষ্ট অফিসের ছাদে ফাঁটল॥

ফুলবাড়ীর উপজেলা পোষ্ট অফিসের ছাদে ফাঁটল॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পোষ্ট অফিসটি ছাদে ফাঁটল ধরেছে ঝুকি নিয়ে কাজ করছে কর্মকতা কর্মাচারীরা। সরেজমিয়ে গিয়ে দেখা যায় ফুলবাড়ী উপজেলা পোষ্ট অফিসটির ছাদের প্লাষ্টার খুলে পড়ছে এবং রডগুলি বাহির গেছে। বৃষ্টির দিন এলে ছাদ চুয়ে পানি পড়ে ঘরে। স্বাধীনতার পর স্থাপিত হয় এই পোষ্ট অফিসটি। পার্শ্বে রয়েছে প্লান বিহীন বাড়ী। সেখানে অবস্থান করেন উপজেলা পোষ্ট মাস্টার। বাড়ীটিরও অবস্থা খুবই জ্বরাজ্বিন্ন। এই অবস্থায় এখন পোষ্ট মাস্টারের বাড়ীতে আর কেউ থাকে না। বর্তমান উপজেলা পোষ্ট অফিসটিতে অফিস করা ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। গত ২বছর আগে পূর্ন নির্মানের জন্য টেন্ডার দেওয়া হলেও মালামালের দাম বৃদ্ধি পাওয়ায় কাজ শুরু করতে পারে নি ঠিকাদার। তার পর থেকে ফুলবাড়ী উপজেলা পোষ্ট অফিসটি নির্মানের জন্য কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছেন তা জানা যায় নি। ফুলবাড়ী উপজেলা একটি গুরুতপূর্ণ উপজেলা, এখানে ফুলবাড়ী, পার্বর্তীপুর, নবাবগঞ্জ, বিরামপুর ও চিরিবন্দর সহ ৫টি উপজেলার কেন্দ্রবিন্দু ফুলবাড়ী উপজেলা। এই ৫ উপজেলার শত শত লোক এই পোষ্ট অফিসটিতে সেবা গ্রহন করে থাকেন। অথচ এই পোষ্ট অফিসটির বেহাল দশা। তবে ফুলবাড়ী উপজেলা পোষ্ট মাষ্টার মোঃ মাহাবুবুর রহমান জানান, ফুলবাড়ী পোষ্ট অফিসটি পূর্ণ নির্মানের টেন্ডার হয়েছিল কবে এখানে নতুন ভবন নির্মান হবে তা আমি আমার জানা নেই। বর্তমান ভবনটির এমন অবস্থা এখানে বসে জীবনের ঝুকি নিয়ে অফিস করতে হচ্ছে। পোষ্ট অফিসের অর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি বহুবার অবগত করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেন নি। তাই এই অবস্থার মধ্যেই সবাইকে অফিস করতে হচ্ছে। এ ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক মহল সাংবাদিক সরকারী বে সরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ অতিদ্রুত ফুলবাড়ী পোষ্ট অফিসটি নির্মানের জন্য কর্তৃপক্ষের নেকদৃষ্টি কামনা করেছেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন