বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

আদমদীঘিতে ছিনতাইকারীর আঘাতে আহত অটোরিকশা চালকের মৃত্যু

এএফএম মমতাজুর রহমান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে ছিনতাইকারীর আঘাতে আহত রুবেল হোসেন (২৮) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রুবেল হোসেন উপজেলার নশরতপুর ইউপির দত্তবাড়িয়া গ্রামের কাজেম উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সারাদিন ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে তাঁর মালিকের কাছে ভাড়ার টাকা জমা দিতে বাড়িতে ফিরেন রুবেল হোসেন। গত শনিবার রাতেও তিনি ভাড়ার টাকা দিয়ে আদমদীঘি বাসস্ট্যান্ড থেকে মুরইল বাজারের দিকে যাচ্ছিলেন। পথেমধ্যে বগুড়া-নওগাঁ মহাসড়ক দিয়ে কোদবাবুর নামক স্থানে পৌঁছামাত্র ৪/৫জন ছিনতাইকারী তার অটোরিকশার গতিরোধ এবং বেধড়ক মারপিট করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। এতেকরে গুরতর আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিলো অটোরিকশা চালক রুবেল হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এরপর তার অবস্থা অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করে চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মারা যান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্ত্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন